বুকের ভেতর জন্ম নেয়া অব্যক্ত এক নদী,
নাম তার মনঝিরি।
কত শত পথের বাঁক ঘুরে ঘুরে আবার পতিতও যে হতে হয় সেই বুকেরই ভেতর,
অথচ ততদিনে দেখা সারা,
প্রকৃতির সৃষ্টি আর ধ্বংশের ক্রমান্বয়তা,
পাওয়া হয় স্বাদ বিষাদের তীব্রতায় ঢেউয়ের আঘাতে ক্ষত বিক্ষত নিরবতা ভাঙার প্রচেষ্টার।