ফ্ল্যাপের কিছু কথাঃ ফ্রাঙ্ক সিনাত্রার ভাষায় যে নগর কখনোই ঘুমায় না সে নগরের খণ্ডচিত্র আর খন্ড ইতিহাস নিয়ে ‘নির্ঘুম নিউইয়র্ক’কে প্রথাগত অর্তে হয়তো ঠিক ভ্রমণকাহিনী বলা যাবে না। হালকা চালে ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইতিহাস অনুসন্ধানের প্রয়াস, তথ্য-উপাত্তের সন্নিবেশ, সামাজিক অভিঘাত- এসব দিকে ছড়িয়ে গেছে লেকার ডালপালা। নিউইয়র্ক ছাড়াও ডেট্রয়েট, মিশিগান এবং নায়াগ্রা নিয়ে আরো তিনটি লেখাতেও রয়েছে একই বৈশিষ্ট্য এবং বর্ণনাভঙ্গি।
মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা নিউইয়র্ক ভ্রমণকাহিনী বাংলা ভাষায় যে আর লেখা হয় নি তা নয়, তবে সব লেখকেরই থাকে নিজস্ব পর্যবেক্ষণ শক্তি এবং স্বকীয় ভাষার কারণেই প্রথ্যেকটা লেকা হয় অনন্য। কখনো ইতিহাস, কখনো ভূগোল, আবার খনো নিছক গল্প বলার ভঙ্গিতে লেকা বইটি পড়ে পাঠক হয়তো খুঁজে পাবেন সেই স্বকীয়তাকে।