এই গল্পগ্রন্থের গল্পগুলো পড়ার পরে মনে হতে পারে নির্বাসিত এক নিবিড় অরণ্যের মাঝে ভ্রমণ শেষ হলো। যে ভ্রমণ একটি পরিণত দিনের শেষে নিজের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেয়; একান্ত এবং ধ্রুপদি। এই ভ্রমণ আমাদের প্রাত্যহিক জীবনেরই প্রতিচ্ছবি।
আটপৌরে এই যাপিত জীবনের মাঝে মগজ ও মনন যেভাবে খনন করে অজস্র দৃশ্যের ক্ষত, সেভাবেই স্বরলিপির গল্প দাগ রেখে যায় অস্তগামী চোখের ভাঁজে।
এই ভ্রমণ বাঞ্ছনীয়; ঘোরলাগা উড়াল। নতুন প্রাণ আচ্ছন্ন হোক এই স্বাদে, এই অরণ্যে।