সুসাহিত্যিক আনিস সিদ্দিকী ১৯৩৪ সালের ৬ এপ্রিল শুক্রবার বর্তমান সাতক্ষীরা জেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী শেখ আব্দুল আজিজ, মাতা খােদেজা খাতুন। গ্রামের মাদ্রাসার প্রাথমিক পাঠ গ্রহণ করে গ্রামেতেই বোর্ড ফ্রি প্রাইমারী স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। ১৯৭৪ সালে ৭ম শ্রেণীতে ভর্তি হন। খ্যাতনামা বৈজ্ঞানিক স্যার বি.সি, রাজ প্রতিষ্ঠিত আর কে বিকে এইচ সি ইনস্টিটিউশনে। এই স্কুল থেকে মেট্রিক পাশ করেন ১৯৫১ সালে। বি এন কলেজ দৌলতপর খুলনা থেকে শিক্ষা জীবন শেষ করে শিক্ষক হিসেবে যােগ দেন বরিশাল জিলা স্কুলে। বদলি হয়ে খুলনা জিলা স্কুল আসেন সেখান থেকে ১৯৬৭ সালে যােগদান করেন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই স্কুলেই কর্মরত ছিলেন। ১৯৮৫ সালে ২৫ ডিসেম্বর তার অকাল মৃত্যু হয়।