কবি তাহমিনা কোরাইশী কবিতার অক্ষয় সাম্পানের সেই তেমন এক কর্ণধার। ইতোমধ্যে তিনি বাংলা কাব্যাঙ্গনে নিজস্ব বাক-ভঙ্গিমা ও হৃদয়ের কাঙ্ক্ষিত উচ্চারণ মালায় নির্দিষ্ট আসন তৈরি করতে সক্ষম হয়েছেন। পাঠক ও সমালোচক , কেউই তাঁর কবিতা দূরে সরিয়ে রাখেন না। সকলের আকাঙ্ক্ষার সমান্তরাল তাঁর শিল্পভাবনা। নিসর্গ, প্রেম, একাকিত্ব, ভাঙন, বিপর্যয়, প্রত্যাশা, মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি সোনালী ভোরের প্রত্যাশা তাহমিনা কোরইশীর কবিতার যাবতীয় উপাদান। বুননেও তিনি স্বকীয়তার দাবি রাখেন।