ছোটো গল্পের মধ্যে অন্য এক ধরনের মজা আছে। শুরু হয়েই শেষ। আবার সেই গল্পের রেশ শেষও হয় না। তবে ছোটো গল্পের মধ্য দিয়ে শেষমেশ হয়তো অনেক কথাই বলা হয়ে ওঠে না। এরপরও মনের মধ্যে এমন একটি দাগ কাটা সম্ভব হয়, যা হয়তো একজন পাঠককে অনেক গভীরভাবে ভাবিয়ে তোলে। এ কারণেই ছোটোগল্পের আবেদন কখনো কমে না। বইটিতে লেখকের বাছাই করা ত্রিশটি গল্প রয়েছে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে লেখা গল্পগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মলাটে। এর মধ্যে আছে গভীর প্রেম; কখনো বিরহ। আছে পরাবাস্তব ভালোবাসা। গল্পগুলো লিখতে গিয়ে কখনো সমাজের রুঢ় বাস্তবতা; অলীক কল্পনার আশ্রয় নিয়েছেন লেখক। আবার সমাজে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনাও উঠে এসেছে গল্পে। এসেছে বিশ্বজোড়া অস্থিরতার চিত্র; বেদনা কিংবা হতাশা। গল্পের বিষয়ের ভিন্নতাই বইটির সৌন্দর্য। বইটি পাঠ করতে গিয়ে পাঠক এক মলাটে বিচিত্র স্বাদ পাবেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে নেওয়া ‘তোমার অসীমে’ নামটি দিয়ে যে গল্পটি লেখা হয়েছে; তার মধ্য দিয়ে লেখক সীমার মাঝে অসীমের জয়গান গেয়েছেন। অনেকেই হয়তো ভাববেন, গল্পটার শুরু কোথা থেকে, কোথায়ই-বা শেষ? এরপরও এই গল্প অসংখ্য পাঠকের হৃদয়কে স্পর্শ করবে পরম মমতা আর ভালোবাসায়।
শামীম আল আমিন
শামীম আল আমিন একজন প্রখ্যাত সাংবাদিক ও লেখক, যিনি বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে পাঠকদের কাছে তুলে ধরেন। সাহিত্য রচনায় তিনি বাস্তব, পরাবাস্তব এবং কল্পনার মিশ্রণ ঘটান, লিখেন গল্প, উপন্যাস ও ভ্রমণ সম্পর্কে। মুক্তিযুদ্ধের বিদেশী বন্ধুদের নিয়ে ইতিহাসনির্ভর গবেষণাধর্মী বই লিখছেন এবং নিউইয়র্কে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ সংগঠন গড়ে তুলেছেন। সাংবাদিকতা ও বিতর্কে তার অবদান অসামান্য, পেয়েছেন অনেক পুরস্কার এবং তার লেখা বইগুলো ব্যাপক জনপ্রিয়। বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন এবং সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছেন।