জন্ম : বরিশাল, ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯। আদি নিবাস গাওপাড়া, গ্রাম- বিক্রমপুর। পিতা বরিশাল ব্রজমােহন স্কুলের প্রধান শিক্ষক সত্যানন্দ দাশ। বরিশাল ব্রজমােহন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক (১৯১৫), বরিশাল ব্রজমােহন কলেজ থেকে প্রথম বিভাগে আই.এ (১৯১৭) সালে । কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ (১৯২১) ডিগ্রী লাভ। ১৯২২-১৯২৮-এর কলকাতা সিটি কলেজে, ১৯২৯-এ বাগেরহাট কলেজে ও ১৯২৯-১৯৩০-এ দিল্লীর রামযশ কলেজে অধ্যাপনা। ১৯৩০-এ ঢাকার লাবণ্য গুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। কিছুকাল বেকার জীবন যাপন ইনসিওরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কিছুদিন কর্ম সম্পাদন। কিছুকাল ব্যবসা করার পর ১৯৩৫-এ বরিশাল ব্রজমােহন কলেজে অধ্যাপনার চাকরি লাভ। ১৯৪৬ পর্যন্ত এ কলেজে অধ্যাপনা। অতঃপর কলকাতা গমন। ১৯৪৭-এ ‘দৈনিক স্বরাজ’-এর সাহিত্য বিভাগ সম্পাদনা। ১৯৫১-১৯৫২- তে খড়গপুর কলেজে, ১৯৫২ তে বড়িষা কলেজে ও ১৯৫৩ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা।
প্রকাশিত উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ : 'ঝরা পালক' (১৯২৮), ‘ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন' (১৯৪২), সাতটি তারার তিমির' (১৯৪৮), রূপসী বাংলা’ (১৯৫৭) তিনি একজন কথাসাহিত্যিকও। মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস : মাল্যবান (১৯৭৩), সতীর্থ (১৯৭৪)। গল্প সংকলন : ‘জীবনানন্দ দাশের গল্প’ (১৯৭৯)। জীবনানন্দ দাশের অপ্রকাশিত রচনাবলী খণ্ডে-খণ্ডে প্রকাশিত হয়ে চলেছে। মৃত্যু : কলকাতা, ট্রাম দুর্ঘটনা, ২২ অক্টোবর, ১৯৫৪।
অঞ্জন আচার্য
জন্ম ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ের অধুনালুপ্ত লালালজে (স্থানীয় ভাষায় যা ‘লাইলিপট্টি’ নামে পরিচিত ছিল)। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কর্মজীবন শুরু হয় শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজের মধ্য দিয়ে। কথাসাহিত্যিক সেলিনা হােসেন সম্পাদিত ‘জেন্ডার ও উন্নয়ন। কোষ' গ্রন্থ প্রকল্পে কাজ করেছেন গবেষণা-সহকারী হিসেবে। এরপর পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ‘ভাষা বিভাগ’-এর দায়িত্বভার পালন করেন। সেখান থেকে বাংলা একাডেমি পরিচালিত বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রকল্পে গবেষক ও সংকলক হিসেবে কাজ করেন। আবার ফিরে আসেন সাংবাদিকতা পেশায়। বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন অনলাইন নিউজ পাের্টাল পরিবর্তন-এ। এরপর দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যােগাযােগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কবিতাই মূলত তার যাবতীয় স্বপ্ন-বুননের জায়গা। পাশাপাশি বিচরণ করেন গল্প, প্রবন্ধ, ফিচার, সাহিত্য-সমালােচনা, সম্পাদনা, গবেষণাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় । পড়তে ভালােবাসেন খুব। তাই নেশার তালিকায় সবসময় প্রথম ও প্রধান হিসেবে রাখতে আগ্রহী বইপড়াকেই। প্রকাশিত গ্রন্থ : জলের উপর জলছাপ (কাব্যগ্রন্থ, শুদ্ধস্বর-২০১০), আবছায়া আলাে-অন্ধকারময় নীল (কাব্যগ্রন্থ, বিজয় প্রকাশ-২০১১), তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্য (কাব্যগ্রন্থ, অনুপ্রাণন প্রকাশন-২০১৪), ঊনমানুষের গল্প (গল্পগ্রন্থ, দেশ পাবলিকেশন্স-২০১৭), রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া (গবেষণা-প্রবন্ধ, মূর্ধন্য-২০১১), মানিক বন্দ্যোপাধ্যায় (জীবনীগ্রন্থ, কথাপ্রকাশ-২০১৬), রবির জীবনে মৃত্যুশােক (গবেষণা-প্রবন্ধ, আত্মজা পাবলিশার্স, কলকাতা-২০১৮)।