নির্বাচিত ঘটনাবলী
-বই "নির্বাচিত ঘটনাবলী " বইটির মধ্যে এমন এমন ঘটনা উল্লেখ্য করা হয়েছে যদ্দারা আমরা উপকৃত হতে পারব৷ নিচে বইটির সূচিপত্র থেকে কিছু ঘটনাবলীর নাম, ও একটি ঘটনা উল্লেখ্য করা হলো :- # এক প্রগতিশীল নরম মনের অধিকারী ছিল। তাই তার আলাপ আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এক ব্যক্তি তার ফারসী কবিতা দেখে তাকে আধ্যাত্মিক সাধক মনে করে ইরান থেকে তার সাথে দেখা করতে আসল। সাধক কবির বাড়িতে এসে দেখল এক নাপিত কবির দাড়ি শেভ করে দিচ্ছে। তাৎক্ষণিক ঐ লোক জবাব দিল, আরে ভাই তুমি কারো কলিজায় ক্ষুর লাগাও নাই কিন্তু আল্লাহর রাসূলের কলিজায় ক্ষুর চালাচ্ছো এটাকি ঠিক? অর্থাৎ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই কথা জানা হবে যে, অমুক ব্যক্তি দাড়ি শেভ করেছে, তখন নবিজীর মনে কেমন কষ্ট হবে? এই কথা শুনে ঐ সাধকের চক্ষু খুলে গেলো এবং সে বলতে শুরু করল- অর্থাৎ তোমাকে আল্লাহ তা'য়ালা উওম প্রতিদান দিন। আমি তো অন্ধ ছিলাম, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো। আমি এখন বুঝতে পেরেছি আমার দাড়ি শেভের দ্বারা নবীজি (সা.) কষ্ট পেতেনে। উপদেশ : আমাদের প্রতিটি কাজ-কর্মে অবশ্যই মনে রাখতে হবে যেন কোনো কাজ খেলাফে সুন্নাত বা সুন্নাতের খেলাফ না হয়। বইটিতে মোট ৩০০ -এর উপরে ঘটনা রেয়েছে যার প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষনীয় * দাড়ি শেভে নবীজি (সা.) কষ্ট পান. * বাদশাহ আলমগীর ও এক বহুরূপী মানুষ. * এক মুরিদের স্বপ্ন. * হযরত ইবরাহীম ইবনে আদহামের খোদাপ্রেম. * হযরত ওমর রা. এর এক আশ্চর্য কেরামত. * ওয়ায়েজীনদের মিথ্যা ঘটনা. * এক ডিসি সাহেব এর আল্লাহকে পাওয়ার আবেদন. * এক স্বার্থপর কবির ঘটনা. * এক অশিক্ষিত আবেদের ঘটনা. * এক অতিলোভী তালেবে ইলমের ঘটনা. * নামাযী স্ত্রী ও তার বে-নামাযী স্বামীর ঘটনা.