হামিরউদ্দিন লেখে তার গ্রাম নিয়ে, মাঠ নিয়ে, ফসল নিয়ে, পিতা পিতামহীকে নিয়ে, স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে। সবই বাংলার মুসলমান সমাজের গল্প: এবং সেইসব গল্প এত শিল্পিত যে পড়ে কতবার অভিভূত হয়েছি।
এই বছরও দুটি গল্প-'নকশিকাথা' এবং 'হাসিনার ঘরকন্না' আমাকে অভিভূত করেছে। শিল্পবোধ ওর সহজাত, যা বিরল অনেক লেখকের ক্ষেত্রেই। 'নকশিকাথা' বা 'হাসিনার ঘরকন্না' পড়লে তা ধরা যায়।
লিখতে এসে হামিরউদ্দিন আমাকে আনন্দিত করেছে। ও শুধু কাহিনিকথক নয়। শুধুই গল্প বলে না। এমন কিছু বলে, যা আমাকে বিস্মিত করে। বহুদিন বাদে গ্রামবাংলার মুসলমান সমাজ এক তরুণ, অতিতরুণ লেখকের কলমে কথা বলছে।
— অমর মিত্র