ফ্ল্যাপের কিছু কথাঃ শাহাবুদ্দীন নাগরীর কবিতার পাঠকমাত্রই জানেন তার কবিতা মানেই নতুন কিছু। নতুন বিষয় এবং নিত্যনতুন অনুভূতি তার কবিতাকে সমসময় নিয়ে গেছে নতুন মাত্রায়। পত্রপত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত তার কবিতা পাঠ করলেই বোঝা যায় কবিতা নির্মাণে তিনি খুঁজে বেড়ান নতুন বৈশিষ্ট্য এবং কাব্যিক স্পন্দন। দীর্ঘদিন ধরে তিনি কবিতা লিখছেন, যদিও প্রথম কবিতার বই ‘ এক মুঠোতে দুঃখ আমার এক মুঠোতে প্রেম’ প্রকাশিত হয়েছে ১৯৯৫ সালে, ২০১২ সালে প্রকাশিত হয়েছে ‘কবিতাপুর।’ এই সময়কালে প্রকাশিত তার ১১টি কবিতার বই প্রকাশের সঙ্গে সঙ্গে আদৃত হয়েছে পাঠকমহলে। বিভিন্ন সময়ে প্রকাশের কারণে পাঠক একত্রে কবিকে বোঝার সুযোগ হয়তো পান নি, তাই এবার আমরা প্রকাশ করলাম এই বইগুলো থেকে ‘ নির্বাচিত ১০০ কবিতা।’ প্রকাশকালের ধারাবাহিকতা রেখে কবিতাগুলো সাজানো হয়েছে এই গ্রন্থে, পাঠক খুঁজে পাবেন শাহাবুদ্দীন নাগরীর ক্রমউত্তরণ এবং বিশ্বাস, চিন্তা ও কাব্যশৈলীর বর্ণময়-বিচিত্র রূপ।
শাহাবুদ্দীন নাগরী
বহুমাত্রিক লেখক শাহাবুদ্দীন নাগরী ছড়াপাঠকদের অত্যন্ত প্রিয়। তিনি সব ধরনের ছড়া লিখে থাকেন। তার জন্ম ১৯৫৫ সালের ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বি.এসসি. সম্মান এবং কীটতত্ত্বে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। পিতা মরহুম মহম্মদ সাবিরউদ্দিন এবং মা মরহুমা সায়েমা খাতুন। তার স্ত্রী ডা. আফতাবুন নাহার মাকসুদা বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। তাদের দু’ছেলে রেহান উদ্দিন নাগরী এবং ফারহান উদ্দিন নাগরী। কর্মজীবনে শাহাবুদ্দীন নাগরী একজন সরকারি চাকুরিজীবী। তার মৌলিক এবং সম্পাদিত গ্রন্থসংখ্যা ৬৬।