তিনি ভাষার ক্ষেত্রে সরল এবং প্রাণবন্ত। ফলে তিনি সাবলীল আর স্বচ্ছন্দ শব্দ ব্যবহারে ব্যক্তিক ও সামষ্টিক বিশ কে তুলে ধরেন একান্ত দক্ষতায়। নোবেল পুরস্কার কমিটি তাকে পুরস্কার দেয়ার সময় বলেন তাকে এই পুরস্কার দেয়া হয়েছে, তার সন্দেহাতীত কাব্যিক কণ্ঠের জন্যে যার তীব্র সৌন্দর্য ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীন করে তোলে। ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীন করাই তার কবিতার বড় দিক।