ফ্ল্যাপের কিছু কথাঃ সন্তদের বাণী, বাউল সঙ্গীত এবং সাধনতত্ত্ব সংগ্রহে ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর কৃতিত্ব বিশেষভাবে স্মরণীয় । প্রায় পঞ্চাশ বছরের সাধানার ফলে সংগৃহীত বিষয়সমূহ কয়েকটি গ্রন্থে তিনি অন্তর্ভূক্ত করে প্রকাশ করেন।
বাউল-সন্তদের আস্তানায় পরিভ্রমণ করে তাঁদের চলন-বলন, সাধন-পক্রিয়ার ধরন একান্তভাবে নিরীক্ষণ করে, বাউল-সমাজ ও তাঁদের সৃষ্ট কর্মের উপর নির্মিত বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ‘বাংলার বাউল’ রচনা করেছেন ক্ষিতিমোহন সেন।
গবেষক ও অনূসন্ধিৎসু পাঠকের অভিমত ক্ষিতিমোহন সেনের সমস্ত রচনাই অনন্য। তাঁর অনেক অনন্য সৃষ্টি এখনও গ্রন্থবদ্ধ হয়নি। অদূর ভবিষ্যতে আমরা এ মনীষীর রচনা-কর্ম পর্যায়ক্রমে প্রকাশের প্রচেষ্ঠা চালাবো- বিনীত- প্রকাশক
আমিনুল ইসলাম ভুঁইয়া
Title :
নির্বাচিত দার্শনিক রচনা: কার্ল পপার ৩য় খণ্ড