সনেট বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন। এ ধারার আবর্তনে বাংলা কবিতা পাল্টে গেছে দিন-রাত্রির মতো। ওমর আলীর ১০০ সনেটে বাংলা কবিতা আরো একধাপ এগিয়ে গেল। অসংখ্য সনেটের মধ্যে নির্বাচিত ১০০ সনেট প্রতিটি কাব্যপ্রেমীর জন্য সংগ্রহযোগ্য।
ওমর আলী
Overall Ratings (0)