আমার ছেলে সুদীপ্ত ও মেয়ে সুপ্রভা কিছুতেই মানতে চায় না আমি ওদের মতো ছোট ছিলাম। বাবারা কি কখনো ছোট হয়? ভাবটা এমন- বাবারা সব দাড়ি নিয়ে জন্মায়। কী মুশকিল! কিন্তু আসলেই তো আমি ছোট ছিলাম তোমাদের মতো, সুদীপ্ত আর সুপ্রভার মতো।
যখন ছোট ছিলাম, কত ছোট বলতে পারব না, স্মৃতিতে ছায়ার মতো ভাসে- আমার মা গান গাইতেন মনের আনন্দে-
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো, চাদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো।