নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ
একজন শিক্ষাথীর calculus শেখার জন্য এই বইটি অতি প্রয়োজনীয়।আমার নাম আসিফ হাসান।আমি চমক ভাইয়ের অনেক বড় একজন ফ্যান
#বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯ বই:নিমিখ পানে ক্যালকুলাসের পথ পরিভ্রমণ লেখক:চমক হাসান বইটির নামটি দেখেই বোঝা যায় এটা গণিতের ক্যালকুলাস অংশের।ঠিক তাই বইটি গণিতের ক্যালকুলাস অংশেরই।যখনই ধারণা করতে পারি বইটি গণিতের তখনি মনে একটা অজানা ভয় ডুকে যায়।মনে হতে পারে গণিতের বই না জানি কতো সমস্যায় ভরপুর।কিন্তু না এই বই আরোও আমাদের ভিতরের সমস্যা সমাধানে সহায়তা করবে।আমরা গণিতের কোন বিষয় সম্পর্কে শুনলেই ভয় পাই।মনে করি এটা আবার কি?কখনো নিজ উদ্যোগে গণিতের কোনো বিষয়ে হাতই দিই না।আমরা সবসময় প্রায় গণিতের সমস্যাগুলোকে এড়িয়ে যেতেই চেষ্টা করি।গণিতের বিষয়ের মধ্যে তা যদি হয় ক্যালকুলাস।তাহলে তো আমরা এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করি।কিন্তু এই বইটিতে ক্যালকুলাসের বিষয়গুলাকে এমন ভাবে সাজানো হয়েছে। যা যে কেউ পড়লে ক্যালকুলাসের বিষয় সমূহকে কখনো কেউ এরিয়ে যাবে না আরোও সকলে আগ্রহ নিয়ে শিখবে।তাই গণিতের ক্যালকুলাসকে জয় করতে হলে এই বইটি পড়তে হবে। বইটিকে সাজানো হয়েছে,১০ টি প্রধান অধ্যায়ে।সেগুলো হলো,১ম অধ্যায়:"ক্যালকুলাসের শুরুর কথা,"২য় অধ্যায়: "বিচিত্র সব ফাংশন, আজব তাদের চেহারা,""৩য় অধ্যায়:"ফাংশনের সীমা,"৪র্থ অধ্যায়:"ঢাল এর ধারণা,"৫ম অধ্যায়:"অন্তরীকরণের মূল নিয়ম;কাছে আসার গল্প,"৬ষ্ঠ অধ্যায় :"অন্তরীকরণের কলাকৌশল, "৭ম অধ্যায়:"অন্তরীকরণের ব্যাবহার,"৮ম অধ্যায়:"টেইলর এবং ম্যাকলরিনের ধারা,"৯ম অধ্যায়:"অবিচ্ছিন্নতা ও অন্তরিকরণযোগ্যতা "এবং ১০ম অধ্যায়:"কয়েকটি জরুরি উপপাদ্য।"এভাবেই সহজ এবং সাবলিল ভাষায় এই বইটির সকল বিষয় উপস্হাপন করা হয়েছে। বইটি পড়ে আমরা ক্যালকুলাসের ঢালের ধারণা থেকে ক্যালকুলাসের মূল নিয়ম কীভাবে এল, সেই সহজ ব্যাপারটা,কেন রোলের উপপাদ্যে [a,b] বদ্ধ ব্যবধিতে ফাংশনটাকে অবিচ্ছিন্ন হতে হয়, কেন (a,b) খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হতে হয়- এমন ছোট কিন্তু চিন্তার বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তাছাড়াও মজার ব্যাপার হলো এই বইয়ে বিভিন্ন ছবির মাধ্যমে ক্যালকুলাসের বিষয়গুলাকে উপস্হাপন করা হয়েছে। আমাদের দেশে ক্যালকুলাস শেখানো হয় উচ্চমাধ্যমিকে।কিন্তু এই মজার বিষয়টি সকলের জানার ইচ্ছা তার পূর্ব থেকেই।তাই এই বইটি পড়ে উচ্চমাধ্যমিকের পূর্বেই একজন শিক্ষার্থী ক্যালকুলাসের সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেতে পারবে। পরিশেষে গণিতের ক্যালকুলাস বিষয় সম্পর্কে ভালো করে জানতে হলে এই বইটি পড়া প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তাই যাদের ক্যালকুলাস সম্পর্কে জানার আগ্রহ আছে।তাদের এই বইটি পড়া একান্ত কাম্য।