নিমগাছটা খুঁজতে থাকি। ওই তো দূরে নিমগাছ দাঁড়িয়ে আছে। আরও বড় হয়েছে। ডালপালা ছড়িয়ে গেছে। আমি হাঁটতে থাকি। নিমগাছের কাছে আসতেই দেখি এর নিচে কবরটার পাশে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দুহাত তুলে প্রার্থনা করছে। তার দুচোখ ভেসে যাচ্ছে চোখের জলে। আমি পা টিপে টিপে কাছে এসে শুনতে পাই, মেয়েটা বলছে, 'হে আল্লাহ, আমার বাবাকে রক্ষা করেন। এত ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা ছিল না। রক্ষা করেন, আল্লাহ।
রাফিক হারিরি
রাফিক হারির জন্ম ঢাকার নয়াটোলায় ২৪ সেপ্টেম্বর ১৯৮০ পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরবি ভাষাতত্ত্ব ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর । লেখালেখি করছেন এক যুগেরও বেশি সময় ধরে । লিখেছেন গল্প উপন্যাস, নাটক, অনুবাদ করেছেন বিশ্বসাহিত্যের আলােচিত গ্রন্থ সমূহ। গ্রন্থসংখ্যা চল্লিশের অধিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে পেয়েছেন কালি ও কলম তরুণ লেখক পুরস্কার।