আমি আবিদ। কাজ করি তরুণদের নিয়ে। পড়াশোনা ঢাকার একটি বিখ্যাত মাদরাসায়, ফাজিল ১ম বর্ষে। নীল বিষ বইটি প্রকাশ হওয়ার আগেই পড়ার সুযোগ হয়েছিল আমার। বইটি নিয়ে মন্তব্য শুধু এতটুকুই, এখন যে সংকট চলছে, এর জন্য এই কন্টেন্টটি অত্যন্ত জরুরি ছিল। ধন্যবাদ গার্ডিয়ানকে।
আমি শাহরিয়ার। পড়াশোনা ঢাকা কলেজ। কাজ করি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। তরুণদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, বর্তমানে তাদের পর্নাসক্ত হওয়ার নজির খুবই ভয়াবহ! এ যেন দলে দলে অন্ধকার জগতে প্রবেশের প্রতিযোগিতা! সেই অন্ধকার জগৎ থেকে আবারও আলোর জগতে প্রত্যাবর্তনের জন্য নীল বিষ বইটি একটু হলেও সহায়ক হবে বলে মনে করি।