পৃথিবীতে সন্ধ্যে নামার দুয়ারে যেভাবে আঁধার নেমে আসে ঠিক সেভাবে কিংবা আরও বিতিকিচ্ছিরি ভাবে কারও কারও জীবনেও নেমে আসে নিকষ কালো আঁধার! কেউ কেউ নিরবে সইয়ে যায়!
আমাদের জীবনে ছোট থেকেই কেউ একজন বন্ধু হয়ে পাশে থাকে, আমরা আমাদের না বলা গল্পগুলো তাকে বলে থাকি। আলো এবং জেনিতার বন্ধুত্বের সম্পর্ক ছোট থেকেই গভীর এবং আলোর জীবনে যেখানে সুখ এঁকেছে সেখানে ছিল জেনিতা, যেখানে দুঃখ এঁকেছে সেখানেও ছিল জেনিতা তবুও কেনো আলো জেনিতাকে খুন করে গায়েব হয়ে যায় তা এক বাস্তবতার গল্প!
একজন মেয়ে বড় হবার সাথে সাথে ধীরে ধীরে ভাবতে থাকে, শুধুমাত্র মেয়ে এ কারণটির জন্য এ সমাজে তাকে অনেক দুঃখ-কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হবে এবং তার সাথে পলিটিক্যালের কোনো সম্পর্ক না থাকলেও কিছু মানুষ পলিটিক্যালকে পুঞ্জি করে তার এবং তার পরিবারকে জর্জরিত করে প্রতিনিয়ত, আঁধারের হিংস্রতার উপর কালো নিকাব টেনে সে মানুষগুলো আবার সাধু বেশে ঘুরে। তারা দেখতে হুবহু আমাদের মতই মানুষ!