জীবনানন্দ দাশ নামটিই যেন বিস্মরণহীন। বাংলা কবিতার শব্দ, গঠন, রূপরীতি, চিত্রকল্প ভেঙে, নতুন নির্মিতি দিয়ে, জলের মতো ঘুরে ঘুরে নিজেই আবার ভেঙেছেন নিজেকে। এভাবেই মাথার ভেতর নতুন এক বোধ নিয়ে তিনি একা, বাংলা কবিতায় নিঃসঙ্গতম একক। তাঁকে নিয়ে কবি, প্রাবন্ধিক, সমালোচক থেকে শুরু করে সাধারণ পাঠকের নিরন্তর আগ্রহের শেষ নেই।
কেবল কবিতা নয়, জীবনানন্দের বিপুল সৃষ্টি— কবিতাবিষয়ক প্রবন্ধাবলি এবং কথাসাহিত্য— আমাদের বিস্মিত করে চলেছে। এই বইয়ে সংকলিত হয়েছে তাঁর প্রতিনিধিত্বশীল কিছু কবিতা, প্রবন্ধ ও চিঠির অংশবিশেষ। দুই বাংলার কবি ও একই সঙ্গে সমালোচকদের রচনাংশ। এর মধ্য দিয়ে জীবনানন্দ দাশ সম্পর্কে সমালোচনার একটি দৃষ্টিভঙ্গি ও চেহারা উপলব্ধির প্রয়াস নেওয়া হয়েছে। এমন সংকলন বাংলা ভাষায় এর আগে হয়েছে বলে আমাদের জানা নেই ।
রবীন্দ্রনাথ থেকে দুই বাংলার সাম্প্রতিক কবি-সমালোচকদের এই উদ্ধৃতি সংকলনে একজন জীবনানন্দ পাঠকের কাছে আরও সজীব, অনুভব-ঘনিষ্ঠ এবং চিরকালীন হৃদয়ের অংশ হয়ে উঠবেন।
সৌভিক রেজা
Title :
নিজের জীবনানন্দ : তাহাদের জীবনানন্দ (হার্ডকভার)