তৌফিকুর রহমান জন্ম : মার্চ ১৯৭১, জন্মস্থান : ঢাকা স্কুল জীবনেই কবিতা আর ছােটগল্প লেখায় হাতেখড়ি।। তবে পেশাগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে ছিলেন। মানুষের মনােজগৎ ও আধিভৌতিক। বিষয়গুলাে তাকে বিশেষভাবে আকর্ষণ করে আর তাই। তার লেখার মূল প্রতিপাদ্য অপার্থিব রােমাঞ্চ গল্প। রূপার। মাদুলি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তবে ব্যক্তিগত আগ্রহের কারণেই এ বিষয়ে আরও লেখালেখি চলছে। গল্প ছাড়াও তিনি কবিতা এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে পেশা সম্পর্কিত নিবন্ধ লিখে থাকেন।। উচ্চ মাধ্যমিকের পর যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি । ইতােমধ্যে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচচপদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। কর্মজীবনের বাইরে। শিক্ষকতা করতে ভালােবাসেন। নর্থ সাউথ ও আইএউবিএটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন লেকচারার হিসাবেও কাজ করেছেন। বই পড়া আর ভ্রমণ তার প্রধান শখ। পেশাগত কারণে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ এবং বাংলাদেশের প্রায় সকল উপজেলা ভ্রমণ করেছেন। বর্তমানে একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক। হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিজীবনে স্ত্রী রুশদিনা খান, পুত্র ফারাজ রহমান এবং কন্যা জায়না রহমানকে নিয়ে তার ঘর-সংসার