নিভৃতে
বইবাজার মূল্য : ৳ ১৪৮ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ১৮৫
প্রকাশনী : চন্দ্রভুক প্রকাশন
বিষয় : উপন্যাস সমগ্র
রিয়াজ ফাহমী'র উপন্যাস 'নিভৃতে': প্রেমিকার সাথে তার প্রথম দেখা মৃত্যুশয্যায় - কাফনে মোড়ানো সেই মুখের প্রেমে পড়ে যান তিনি। হয়ত নিজের নৈতিকতার পীড়ন থেকে, তাতে কী!! এই প্লেটনিক গল্পটা খুবই অনন্য এই উপন্যাসে! যে-কোনো ভালো গল্পের এক পর্যায়ে পাঠক আর লেখক একটা প্রতিযোগিতায় নেমে পড়ে - পাঠক চায় গল্পের ভবিষ্যৎ উন্মোচন করতে আর লেখক চায় তার মুন্সিয়ানায় চমকের বিস্তৃত পথে পাঠককে মুগ্ধতায় ধরাশায়ী করতে। রিয়াজ ফাহমী এখানে বেশ সফল। আমি যখন মোটামুটি ভেবেই বসে আছি হেনার সাথে কেন্দ্রীয় চরিত্রের মিলন হবে, ঠিক তক্ষুনি আবার সেই সৌমিত্রের আগমন - তবে এবার সফল প্রেমিক রূপে! ব্যাপারটা কেমন সহসার মত হয় - এখানে আরেকটু ঘটনার ঘনঘটা হলেই পারত! রেনুমার হারানো প্রেম ফিকে হয় না কখনও - মাঝে মাঝেই ফিরে ফিরে আসে কিন্তু বরাবর রেখে যায় এক রহস্যময়তা- শুরুহীন আর শেষহীন যদিও! মোটামুটি ৩ টি ভিন্ন ভিন্ন প্রেম নিয়ে লেখা এই উপন্যাসে ভিন্নতা আছে প্রতিটি গল্পে আর চরিত্রে! বেশ পোক্ত সব কাঠামোর উপরে গড়া গল্পগুলো বাস্তবতার বাইরে নয়! ' যে দু:খে আমরা দু:খিত হই, সেই দু:খ আমরা অনবরত অন্যকে দিয়ে যাই। নিজের দেয়া দু:খ মনে থাকে না। অন্যের দেয়া আঘাত গভীর ভাবে মনের ভিতরে রেখে দেই।' উপন্যাসটিতে এ ধরনের কথাগুলো পাঠককে ভাবতে বাধ্য করে। তবে সব ছাপিয়ে নির্জনতা, রহস্য আর নস্টালজিক প্রেমই মূখ্য হয়ে ওঠে পুরো উপন্যাসে।