নেক্সট সেমিস্টার কোপাই দিমু (হার্ডকভার)
বিশ্ববিদ্যালয় জীবনের নিয়মিত ঘটনা নিয়ে রচিত "নেক্সট সেমিস্টার কোপাই দিমু" বইটি পড়লে যে কেউ নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবে। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ডিপার্টমেন্টে প্রথম হওয়ার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত সি.জি ৩.০০ পেতেও কষ্টে পড়ে যাই মোটামুটি সবাই। বিশ্ববিদ্যালয় জীবনের চিরচেনা শব্দগুলো নিয়েই রচিত বইটিতে রয়েছে -বাস মিস , ক্লাস মিস; প্রক্সি! হবে নাকি ?; জুনিয়র মেয়ে ,সিনিয়র ভাইয়া ইত্যাদি অধ্যায় যা পাঠককে তার জীবন সম্পর্কে বার বার মনে করিয়ে দিবে। এছাড়াও কিছু স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্বও দেয়া হয়েছে বইটিতে। পাঠকদের একঘেয়েমিতার কথা মাথায় রেখে বইটিতে বিভিন্ন টাস্ক / এনগেজমেন্টের ব্যবস্থা করা আছে যা স্কিল ডেভেলপমেন্টেও সাহায্য করবে। ভার্সিটিতে পড়তে ইচ্ছুক , বর্তমানে অধ্যনরত কিংবা গ্রাজুয়েট সবার জন্যই বইটি সমান উদ্দীপনা মূলক।