বাঁচতে হলে বীরের মতাে বাঁচতে হবে, মরতে হলে বীরের মতাে মরতে হবে, এর মাঝে আর কোনাে কথা হবে না। হাল ছাড়ার তাে প্রশ্নই আসে না। গিভ আপ যদি করতেই হয় তাহলে এখনই গিভ আপ করুণ। এখনই হাল ছেড়ে দিন। এই বই কেনার কোনাে প্রয়ােজন আপনার নেই। আপনি তাে হাল ছেড়েই দিয়েছেন। এই বই পড়ে আপনি কি করবেন? আপনি তাে ধরেই নিয়েছেন, আপনার দ্বারা কিছু হবে না। আর আপনি যদি মনে করেন আমি পারি, আমি পারবাে, আমি সফল হবাে। আমি করে দেখাবাে, তা হলে বইটি হাতে তুলে নিন। বইটিতে আমি আমার নিজের অভিজ্ঞতাগুলাে শেয়ার করেছি। হতে পারে আপনার জীবনের সাথে মিলে যেতে পারে ।