যে সকল বিষয় অন্তরের একনিষ্ঠতা ও একত্বতা বিনষ্ট করে, দুনিয়ার সঙ্গে অন্তরের সম্পর্ক বৃদ্ধি, মজবুত ও গভীর করে, সর্বোপরি আখেরাতের প্রতি উদাসীন ও বিমুখ করে, সেসবের অন্যতম হচ্ছে ‘নেতৃত্বের লোভ’। নেতৃত্বের লোভ এক ধ্বংসাত্মক রোগ; দুরারোগ্য ব্যাধি। এর জন্য অঢেল সম্পদ ব্যয় করা হয়, মানুষের রক্ত প্রবাহিত হয়। নেতৃত্বের জন্য ভাই-ভাইয়ের মাঝে শত্রæতা-বিদ্বেষ ও দুশমনি সৃষ্টি হয়। শুধু তাই নয়, বরং পিতা-পুত্রের মাঝেও দ্ব›দ্ব-সংঘাতের সৃষ্টি হয়। এ কারণেই এ ব্যাধিকে ‘গুপ্ত বাসনা’ও বলা হয়।
প্রিয় পাঠক!
এই ভয়াবহ ও খতরনাক বিষয়েই আমরা কিছুটা বিস্তারিতরূপে আলোচনা করব আমাদের এই বক্ষ্যমাণ গ্রন্থে। আলোচনা করব নেতৃত্ব-লোভের প্রকৃতি ও তাকে গুপ্ত বাসনা বলে নামকরণ করার কারণ সম্পর্কে; নেতৃত্বের গুরুত্ব এবং এর প্রতি মানুষের প্রয়োজনীয়তা ও মুখাপেক্ষিতা সম্পর্কে। আরও আলোচনা করব নেতৃত্বের ব্যাপারে একজন মুসলিমের অবস্থান, ভূমিকা, নেতৃত্ব-লোভের বিভিন্ন কারণ, রূপ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে।
এ থেকে মুক্তি পেতে হলে আমাদের ফিরে যেতে হবে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহর দিকে; চলতে হবে প্রথম সারির সালাফে সালেহীনের অনুসৃত পথ অনুসরণ করে। পরিশেষে আমরা আল্লাহর দরবারে হেদায়েত ও সঠিক বুঝ প্রার্থনা করি। আমীন।