লেখক পরিচিতি লেখক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও অনুবাদক। বর্তমানে অনুবাদ কর্মই তাঁর একমাত্র পেশা এবং উপন্যাস রচনায়ও মনোনিবেশ করেছেন।
ফ্ল্যাপের কিছু কথাঃ মধ্যরাতের পর সূর্যের নগরে একজন আগন্তুক প্রবেশ এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সে মার খায় এবং বুঝতে পারে মানুষকে যে মারধেঅর করে এদেশে সে-ই হল নেতা এবং মানুষ তাকে ভয় পায় এবং ঘৃণা করে এবং একই সঙ্গে তাকে নেতা বলে ডাকে।
আগন্তুক এই নগরে প্রায় নয় মাসে তিনটা চাকরি করে এবং সর্বশেষ চাকরিটা ছিল গল্প-শোনার চাকরি। আগন্তুক এই নগরের ফুটপাতেও কাটিয়েছে বহুদিন এবং সে দেখেছে সূর্যের নগরে জীবন দুই টুকরো হয়ে ভেঙে গেছে। এক টুকরো-বেদনার্ত, বিষণ্ন, দুর্বল এবং স্পর্শকাতর, রাত্রির নীরবতায় যার কান্না ধুলো ও দালান-কোঠার ভেতরে ছুটোছুটি করছে, যার শূন্যতায় পরিণত হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। আর অন্য এক টুকরো-উৎফুল্ল, আয়েশী, সুবিধাভোগী, লালসাপূর্ণ, লোভী ও পরশ্রীকাতর, সারাক্ষণই যার চোখ সন্দেহপ্রবণতায় খুঁতখুঁতে এবং সে কেবলি ছিদ্র অনুসন্ধান করে তাতে আঙুল প্রবেশ করাবার জন্য এবং তারা কখনও কাঁদে না। তারা শিকারের শিল্পকলা জানে-তারা শিকারি, তারা নেতা। জনগণের দুর্ভোগের ওপর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করে নেতারা।