' সরকারি দল থেকে মনোনয়ন নিয়ে এমপি প্রাথী মুকিত হাসান নিজের নির্বাচনী এলাকায় এসেছেন ! জনসংযোগ করছেন ! কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন ! প্রশাসন থেকে শুরু করে জেলা নির্বাচনী অফিস পর্যন্ত খবরদারি করছেন ! নিজের দলের সন্ত্রাসীদের দিয়ে একের পর এক ঝামেলা করছেন ! ঢাকা থেকে আনিয়ে নিয়েছেন তার প্রেমিকা ঝুমকাকে ! একদিকে মদ আর প্রেমিকার সাথে আহলাদ অন্যদিকে এলাকার সিনিয়র নেতাদের নিয়ে শুরু করেছেন নির্বাচনী ক্যাম্পেইন ! নির্বাচনে ভরাডুবি হবে জেনেও শেষ চেষ্টা করছেন মুকিত হাসান !একই নির্বাচনী এলাকা থেকে সত্রন্ত্র প্রাথী সৈযদ আলি এলাকাবাসীর কথা রাখতেই ভোটে দাড়িয়েছেন ! এলাকার বয়োজেষ্ঠ, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, তরুণরা পর্যন্ত সৈযদ আলি কে সমর্থন জোগাচ্ছেন ! সৈযদ আলি'র মিছিল মানেই গনজোয়ার ! শেষ পর্যন্ত সৈযদ আলি'কি পারবে নির্বাচনে জয় লাভ করতে ? মজার মজার ঘটনা এবং বর্তমান রাজনীতির হালচাল নিয়েই মোস্তফা সোহেল এর উপন্যাস 'নেতা