ফ্ল্যাপের কিছু কথাঃ ছোট সংসার মাহবুবের। স্ত্রী,ছোটবোন ও শিশু কন্যা। একদিন নতুন চাকরি থেকে বাসায় ফেরে না স্ত্রী রাবেয়া। কয়েকদিন পর চিঠি পায় মাহবুব, রাবেয়া আর ফিরবে না। অভাবের সংসারে সে ক্লান্ত। মাহবুব স্ট্রোক করে, স্কুলের চাকরিটা চলে যায়। ছোট বোন বীথি পড়াশুনা বন্ধ করে সংসারের হাল ধরে। অসুস্থতা বেড়ে যায় মাহবুবের । অপারেশন লাগবে। অনেক টাকার ব্যাপার। এত টাকা কোথায় পাবে বীথি? ভাইজিটি তাকিয়ে আছে তার দিকে। সাহায্যের নামে এই সময় কিছু কালো মানুষ এগিয়ে আসে.... নিরন্তর জীবন থেমে থাকে না।