রাজনীতি, সমাজ সংসার ব্যক্তি দেশ জাতির অনিবার্য প্রভাবক। রাজনীতি-নিরপেক্ষ থেকেও এর প্রভাব থেকে মুক্ত থাকা কারো পক্ষে সম্ভব নয়। ক্ষমতারোহণের অসুস্থ প্রতিযোগিতা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যায় অগণতান্ত্রিক অসুস্থ রাজনীতিচর্চার দিকে। তার থেকে মুক্ত থাকে না দেশের শিক্ষাঙ্গন। শিক্ষাঙ্গনে শুরু হয় সন্ত্রাস, বহিরাগতদের দাপট―একের পর এক ছাত্রদের লাশ পড়তে থাকে, সেশন জটে আটকে যায় ছাত্রদের ভবিষ্যৎ। নেপথ্যে কলকাঠি নাড়তে থাকে রাজনৈতিক নেতারা। রাজনীতির ফাঁদে পড়ে মফস্বল থেকে আসা অভীকের মতো মেধাবী ছাত্রদের হাতে কলমের পরিবর্তে উঠে আসে অস্ত্র, যার অনিবার্য পরিণতি মৃত্যু। আবার শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্রদের কেউ কেউ স্বপ্নবাজ আবীরের মতো জীবন বাজি রেখে এগিয়ে যায়। ক্যাম্পাস হয়ে ওঠে পুরো দেশের প্রতিরূপ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পূর্বাপর কিছু ঘটনা নিয়ে এগিয়ে যায় উপন্যাসের কাহিনি।