পাকিস্তানি ক্যাপ্টেন রুস্তম তার ক্যাম্পে ধরে নিয়ে যায় সরলাকে। সপ্তাহখানেক পর কালনি গাঙের মাঝি জুলহাস ক্যাম্প আক্রমণ করে উদ্ধার করলেও সরলাকে আর মেনে নেয় না তার পরিবার ও গ্রামবাসী। মুক্তিযোদ্ধা জুলহাস অস্ত্র জমা দিয়ে নেমে পড়ে আরেক মুক্তি আকাঙ্খায়। এর মধ্যে সরলা গর্ভবতী হয়ে পড়ে, প্রেমিকাকে নিয়ে জুলহাস ছুটে বেড়ায় বাংলার গ্রাম থেকে গ্রামে। পেটে পাকিস্তানি ক্যাপ্টেনের জ্বণ নিয়েও অদম্য সরলা, শরণার্থী দলের সঙ্গে পথ চলতে চলতেই প্রসব বেদনা শুরু হয় তার। যুদ্ধের নিদারুণ বাস্তবতায় চারপাশের রাহু থেকে প্রেমিকাকে রক্ষার কাহিনি 'নেমক হারাম'। পৃথিবীর অমর প্রেম উপাখ্যানে অনবদ্য নতুন জুটি 'জুলহাস-সরলা'।