“নিজেই লিখি নিজের সিভি” বইটা সেই সব তরুণ তরুণী এবং পেশাজীবিদের জন্যে যারা জব করবেন বা জব মার্কেটে প্রবেশ করবেন। বইয়ের শুরুতেই থাকছে সিভি চেকিং, আপনি বুঝে যাবেন, আপনার সিভির কি কি সমস্যা। এরপর সিভি, কভার লেটার কিভাবে বানাতে হয়, ফর্মেট এবং স্যাম্পলসহ বিস্তারিত দেয়া আছে এই বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে। সাধারণ সিভি থেকে কিভাবে একটা সিভিকে প্রফেশনাল লুকে আনতে হবে, অ্যাচিভমেন্ট কিভাবে লিখতে হবে, সব কিছু রয়েছে এই বইয়ে, সে সাথে রয়েছে ভিন্ন ভিন্ন পেশাজীবীদের জন্যে স্যাম্পল অ্যাচিভমেন্ট, ফ্রেসার ও অভিজ্ঞদের জন্যে আলাদাভাবে কৌশল ও ফর্মেট রয়েছে এই বইয়ে। কিভাবে কভার লেটার বানাবেন এবং তিনগুন বেশি ইন্টারভিউ কল কিভাবে পাওয়া সম্ভব সবই বিস্তারিত রয়েছে বইটইতে।