আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ব্যবস্থাকে প্রায় নেই-এর কাছাকাছি নিয়ে যাওয়ার প্রয়াস আমরা বরবার দেখেছি। সাম্প্রতিক সময়ে এর যে ভয়াবহ রূপ আমরা প্রত্যক্ষ করেছি এবং ভুক্তভোগী হয়েছি তারই নানা বিবরণ নানা মাত্রায় লেখক এ গ্রন্থে একত্র করেছেন। সময়ের বিবেচনায় এর কিছুটা হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছে- সময় থেকৈ শিক্ষা নেওয়ার উপকরণ হিসেবে গ্রন্থের লেখাগুলোর গুরুত্ব অপরিসীম।
সোহরাব হাসান
কবি প্রাবন্ধিক। জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৫৫, শৌলজালিদ, ঝালকাঠী। সাংবাদিকতা করেছেন দুই যুগেরও বেশি সময় ধরে। জনকণ্ঠ, দৈনিক দেশ, বাংলার বাণী, জনপদ, ভোরের কাগজ, সংবাদ হয়ে এবং দৈনিক যুগান্তর-এর সহযোগী সম্পাদক। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তীক্ষ্ম ও যুক্তিবাদী বিশ্লেষণ ইতিমধ্যে সোহরাব হাসানকে জনপ্রিয় কলাম লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লেখার বিষয় সমসাময়িক হলেও স্থায়ী আবেদন রাখতে সক্ষম।