এই বইটিতে যে অপরিপক্ক লেখাগুলো আছে সেগুলো আমার উত্তর যৌবনের সন্তান। প্রশ্ন আসতে পারে এগুলো এত ঘটা করে সবার সামনে আনা কেন? সে ঔদ্ধত্ত আমার কোন কালেই হতনা, যদি না আমার পরম সুহৃদ জনাব হাবিবুল আলম, বীর প্রতীক এখানে-সেখানে, ছড়িয়ে ছিটিয়ে অযতেœ পড়ে থাকা লেখাগুলোকে স্বযত্নে সংগৃহীত করতেন এবং আমার অগ্রজ বন্ধু ড. মীজানূর রহমান শেলীর কাছে আমার লেখাগুলোর পরিচয় করিয়ে না দিতেন। শেলী ভাইয়ের স্বস্নেহ প্রশ্রয় এবং নিরন্তর উৎসাহে আমার লেখাগুলো বই-এ পরিণত হল।