সাত বছরের দুঃসহ অপেক্ষার পর শিউলী আর জামিলের কোলজুড়ে এল আয়ান। কিন্তু ডাক্তার যখন জানালেন ‘ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি’ নামে এক সমস্যায় আক্রান্ত আয়ান, তাদের পৃথিবীটা কেঁপে উঠেছিল। তারপর প্রতিটি দিন এসেছে নতুন চ্যালেঞ্জ নিয়ে। ধীরে ধীরে বদলে গেছে শিউলী আর জামিলের চেনা জগৎ, বদলে যেতে শুরু করেছে তারাও। ...এক দেবশিশু আর তার বাবা-মা’র গল্প নীল অর্কিড। একইসঙ্গে স্বপ্নভঙ্গ আর স্বপ্নজয়ের গল্পও।
মোস্তাক শরীফ
জন্ম ১৯৭৪ সালে, ফেনী শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। পাঠ্যপুস্তক রচনার মাধ্যমে লেখালেখির শুরু; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার ইতিহাস এবং তথ্যপ্রযুক্তি নিয়ে দুটো বই লিখেছেন। প্রথম উপন্যাস সেদিন অনন্ত মধ্যরাতে অ্যাডর্ন-এর নবীন ঔপন্যাসিকদের প্রথম উপন্যাস প্রকাশের আহ্বানে সাড়া দিয়ে রচিত। এরপর আরও দুটো উপন্যাস এবং একটি অনুবাদগ্রন্থ রচনা করেছেন। তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় জড়িত এক দশকেরও বেশি সময়। পিএইচডি করেছেন পল্লী উন্নয়নে তথ্যসেবার ভূমিকা নিয়ে। স্ত্রী পলি, পুত্র আরাফ ও কন্যা মাইসারাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস।