ফ্ল্যাপের কিছু কথাঃ `নীল জোছনা ফুল’ একখণ্ড অসাম্প্রদায়িক বাংলাদেশের ছবি। যেখানে সাম্প্রদায়িক সম্প্রতী হাজার বছরের উত্তরাধিকার। উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র রমজান সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । তার চোখ দিয়ে বর্তমান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতির হালফিল সুক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হয়েছে এই উপন্যাসে। ‘নীল জোছনার ফুল’ মূলত গ্রামীন পটভূমিতে লেখা। এ গ্রাম রমজান সাহেবের জন্মভূমি একখণ্ড বাংলাদেশ। এই গ্রামে হিন্দু-মুসলমানের যুগের পর যুগ সহাবস্থান এবং একে অপরের ধর্ম সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমাদের সামনে তুলে আনে। রমজান সাহেবের জীবনে ঘটে যাওয়া স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ,সর্বোপরি উপন্যাসের নায়িকা যূথির রাজনীতিতে সম্পৃক্ততা সব মিলিয়ে বাংলাদেশের অতীত ও বর্তমান ধারার ছাত্র রাজনীতির পাশাপাশি আবহমান বাংলার লৌকিক সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। সেই সাথে আছে রমজান সাহেব এবং যূথির প্রেমের কাহিনী। উপন্যাসটি পড়তে পড়তে পাঠক অতীত ও বর্তমানের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে পারবেন। সর্বোপরি বাংলাদেশকে, বাংলাদেশের পরিচয়কে সঠিকভাবে জানতে পারবেন।