নজরুলের সাহিত্য সঙ্গীত সঙ্গে তাঁর জীবনের টুকরো ছবির ভিতর সৃষ্টিশীল কথাশিল্পী সাদ কামালী রচনা করেন সম্পূর্ণ স্বতন্ত্র, বহু তথ্যে সমৃদ্ধ নজরুলসংহিতা । বিদ্রোহী কবিতা, ছোটগল্প, নজরুলের সঙ্গীত, অথবা চলচ্চিত্রে নজরুলের সেরা কৃতির মূল্যায়নে সাদ কামালীর উপলব্ধি নজরুলের একান্ত মনের ছবি ও বোধ ফুটে ওঠে ভিন্ন রকমের আঙ্গিকে। সুখপাঠ্য এই গদ্যগুচ্ছে নজরুল গবেষণায় বৈচিত্র্যপূর্ণ আলো পড়েছে বিভিন্ন দিক থেকে । নজরুলসংহিতা নজরুলচর্চায় নতুন পথ দেখাবে নিশ্চিত । অবহেলা, উপেক্ষা, ধর্মীয় গোঁড়ামি কালো মেঘের আড়ালে যে নজরুল তার সত্যরূপ নির্মাণ করতে এগিয়ে এলেন এই সময়ের গল্পশিল্পী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং রবীন্দ্রগবেষক সাদ কামালী।