নাস্তিক বনাম আস্তিক (হার্ডকভার)
"বই" শব্দটার মাঝে আত্মতৃপ্তি পরিলক্ষিত। জ্ঞানের ভান্ডার বিস্তার করে মনুষ্যত্ব অর্জন করতে সাহায্য করে বই। তৃষ্ণার্থ মনের তৃপ্তির জন্য তাই বইয়ের বিকল্প খুব কম-ই আছে। তাই মনের তৃষ্ণা মেটানোর জন্য হাতে নিয়েছিলাম শাহাজালাল সরকার-এর "নাস্তিক বনাম আস্তিক " বই-টি। #কিছু_অংশ: নাস্তিকের প্রশ্ন: মানুষ মরে গেলে মাটির সঙ্গে মিশে যায়। তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই অস্তিত্বহীন মানুষকে আল্লাহ কিভাবে জীবিত করবেন এবং জীবিত করে তার হিসাব নেবেন? আস্তিকের উত্তর: "আল্লাহ কাদিরুন" - মানে, "আল্লাহ সর্বশক্তিমান।" তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি পারেন না, এমন কিছুই নেই। তিনি সবই পারেন। তাঁর দ্বারা সবই সম্ভব। মানুষ মরে গেলে পচে-গলে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। ফলে, তার আর কোন অস্তিত্বই বজায় থাকে না। বলতে গেলে, পৃথিবীতে আসার আগে সে যে অবস্থায় ছিল, মরে যাওয়ার পরও আবার ঠিক আগের অবস্থায়ই ফিরে যায়। এমতাবস্থায়, নিঃশেষ হয়ে যাওয়া মানুষটিকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন, তাইতো? সৃষ্টির আগে মানুষ নাই অবস্থায় ছিল অর্থাৎ, তার কোনো অস্তিত্বই ছিল না। তাই না? এই নাই অবস্থা অর্থাৎ অস্তিত্বহীন অবস্থা থেকে যদি আল্লাহ তায়ালা একটি পরিপূর্ণ আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করতে পারেন, তবে মরে যাওয়ার পরও বুঝি আবার সেই অস্তিত্বহীন বা নাই অবস্থা থেকে তিনি জীবন ফিরিয়ে দিয়ে পূর্ণাঙ্গ মানুষের রুপ দিতে পারবেন না? তাঁর ক্ষমতা কি হারিয়ে ফেলবেন? সৃষ্টি করার ক্ষমতাও যেমন আল্লাহর কাছে আছে, ধ্বংস করার ক্ষমতাও তাঁর আছে। আবার সেই ধ্বংসস্তূপ থেকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতাও তাঁর আছে। #পাঠ_প্রতিক্রিয়া : ভিন্ন ধারার বইটি অবশ্যই প্রশংসা যোগ্য। এখানে নাস্তিকের প্রশ্ন এবং আস্তিকের সেই প্রশ্নের ব্যাখাসহ উত্তরগুলো ছিল অসাধারণ। এখানে শুধু নাস্তিক নয় আমাদের আস্তিকদের মনেও হয়তো নাস্তিকের করা প্রশ্ন ঘুরপাক খায়। আর সেসব প্রশ্নের সুন্দর ব্যাখ্যা রয়েছে বইটিতে। বইটি যখন পড়ছিলাম এই প্রশ্ন উত্তরের খেলায় ডুবে যাচ্ছিলাম। আমার নিজের মধ্যেও কিছু করা প্রশ্নের উত্তর পেয়েছি এখানে। লেখক সুনিপুণ ভাবে সুন্দর বিষয়গুলো তুলে ধরেছেন। তেমন কোন ত্রুটি চোখে পড়েনি তবে বেশ কিছু জায়গায় সামান্য বানান ভুল লক্ষ্য করে গিয়েছে। বইটি পাঠে মনের তৃষ্ণা দূর হয়েছে। সত্যিকার অর্থে বইটি মুগ্ধতায় পরিপূর্ণ। ধন্যবাদ এবং শুভকামনা রইলো লেখকের প্রতি। #পছন্দের_কিছু_অংশ : মৃত্যুর পর পরকাল বলে যদি কোন কিছু না-ই থাকে, তাহলে নাস্তিকরা বেঁচে গেলো।আর যদি সত্যি সত্যি পরকাল নামে একটা কিছু থাকে, তাহলে আস্তিকরা মুক্তি পেয়ে গেলো। আর নাস্তিকরা পড়ল মহা বিপদে! তারা জন্মের মত ধরা খেয়ে গেলো। এবার বলুন, জাহান্নামে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে?