ফ্ল্যাপে লিখা কথা সাধারণত সারাবিশ্বে রাজনীতিতে যেসব নারী বিশেষ অবদান রাখতে সক্ষম হন, তাদের সম্পর্কেই মিডিয়ার নানা রকম আলোচনা লক্ষ্য করা যায়। কিন্তু এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের সম্পর্কে উল্লেখযোগ্য আলোচনা লক্ষ্য করা যায় না। উচ্চতর গবেষণা ও শিক্ষাক্ষেত্রে যেসব নারী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্য থেকে যেকজনের নাম বিশেষভাবে উল্লেখ করা যায় তারা হলেন মারিয়া গায়েতানা আগনেসি, মেরি অ্যানিং, এস জোসেফিন বেকার, রুদ বেনেডিক্ট , বাসি লরা, বরমিও স্লোলিয়া, সোফিয়া ব্রাহে, ব্রিটন মেরি, দরতিয়া বোক্কা, মেরি হুইটন কালকিনস, কেনন অ্যানি জাম্প, মার্গারেট ক্যাভেন্ডিস, কর্নেলিয়া ক্ল্যাপ , জেইন কোল্ডেন, ব্যাসি কোলম্যান, ক্রুজ সর জুয়ানা ইনেহ দে লা, মেরি কুইনিটজ, জিয়ান্নি ডামিয়ে, এলন এগলুস, এলিস ফ্লেচার, উইলিয়ামিন ফ্লেমিং, রোজালিন্ড এলসি ফ্রাঙ্কলিন, সোফিয়া গারমেইন, কেইট গ্লিয়াসন, বেত্তিনা গোজাদিনি, আনা জে হ্যাসিন, মেরি হেব্রায়া, হেরাড, ক্যারেলিন লুক্রেটিয়া হারসেল, হিল্ডেগার্ড, হাইপেটিয়া, লীলাবতী, নূর মহল, মারিয়া গোয়েপার্ট মেয়ার, আরআরা ম্যাকলিনটক, মারিয়া মিশেল, সেসেলিয়া পাইন গ্যাপোসকিন, ক্রিস্টিন ডি পিসন, তাপুতি বেলাতিকাল্লিন, থিয়ানো।প্রকৃতপক্ষে এ তালিকা যে কত দীর্ঘ হতে পারে তা সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়।
উল্লিখিত গুণীজনদের সম্পর্কে সচরাচর কোন আলোচনা লক্ষ্য করা না গেলেও তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে ইতিহাসে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য বিবেচনায় রেখেই সালমা ইসলাম তার প্রবন্ধ উপস্থাপন করেছেন।
সূচিপত্র * নারীর ক্ষমতায়ন ও বিশ্ববাস্তবতা * রিও ২০ সম্মেলন নিয়ে বিশ্বাবাসীর প্রত্যাশা ও বাস্তবতা * পরমাণু প্রযুক্তির গবেষণা কেন জরুরী * জলবায়ূ পরিবর্তনে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত * সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ইতিবাচক দিক * ডারবান থেকে শুরু হোক নতুন পথে যাত্রা * বেসরকারি টেলিভিশন চ্যানেল নীতিমালার নামে নিয়ন্ত্রণ জনগণ মেনে নেবে না