সূচিপত্র গতানগতিক কোষগ্রন্থ বলতে যা বুঝায় নারীকোষ তা নয়। সামগ্রিক বিবেচনায় একটি একটি সুচিন্তিত বিশ্লেষণাত্মক গ্রন্থ।এতে স্থান পেয়েছে নারীর জীবন সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গ, যার অধিকাংশই বিতর্কিত এবং সামাজিকভাবে অমীমাংসিত। বর্ণক্রম অনুসারে বিষয় সন্নিবেশ করার পাশাপাশি লেখক তাঁর নিজস্ব ভাবনাকে পরিমিতভাবে পাঠকের অবগতিতে আনার প্রয়াস পেয়েছেন এবং নারী-পুরুষ অভিন্ন অধিকারের প্রশ্নে অনড় থেকে কায়েমি পুরুষতন্ত্রকে যুগপৎ সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করেছেন। নারীকোষ নারীর ইতিহাসও বটে। এতে উঠে এসেছে আবহমানকালের নারীর অনুপুঙ্খ পরিচিতি। গ্রন্থটির বিষয় নির্বাচন এবং রচনা কৌশল এমনই যে, সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল রেখে নারী সম্পর্কিত যে নতুন অনুষঙ্গগুলো দেখা দেবে তা সংযোজন করার সুযোগ থেকেই যাবে। ফলে পুনর্মুদ্রণের সুযোগ এলে প্রতিবার গ্রন্থটির শরীর হবে আরও সমৃদ্ধ। আমরা নিশ্চিত, যারা নারী-পুরুষের অভিন্ন অধিকারে বিশ্বাসী বা বিশ্বাসী নন, যারা পুরুষতন্ত্রের একচেটিয়া আধিপত্য স্বীকার করেন বা করেন না, যারা কুসংস্কার ও তথাকথিত শাস্ত্রের অহেতুক পীড়ন থেকে উদ্ধার পেতে চান বা চান না, তাদের সবার জন্য এই বিষয়ভিত্তিক আকর গ্রন্থটি গুরুত্বপূর্ণ