স্বাধীনতা-উত্তর বাংলাদেশে পরিকল্পিতভাবে নারী উন্নয়ন শুরু হয়েছিল ১৯৭২ সালে '৭২-এর সংবিধানের মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো '৭২-এর সংবিধানে এ দেশের নারীসমাজের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নের দিকটি গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি এটা উপলব্ধি করেছিলেন যে, নারী উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। ক্ষমতায়ন ও উন্নয়ন শব্দ দুটি ভিন্ন অর্থ বহন করলেও এগুলো একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। '৭২-এর সংবিধানে বঙ্গবন্ধুর গৃহীন নারীর ক্ষমতায়নের কর্মসূচিগুলো বাস্তবায়নের কার্যক্রম মধ্য গগনে পৌঁছার আগেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়। বাবা শেখ মুজিবের হাতে যে উন্নয়নমূলক কাজের গোড়াপত্তন হয়েছিল, সেগুলো আবার গতি সঞ্চার হয় শেখ হাসিনার নেতৃত্বে। বাবার নেয়া নারী উন্নয়নমূলক পদক্ষেপগুলোর পাশাপাশি সময়ের চাহিদা অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাতে নেন নানা কর্মসূচি। সে-সবের আদ্যোপান্ত নিয়েই এই বই।
সুফিয়া বেগম
Title :
নারী উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু ও শেখ হাসিনা (হার্ডকভার)