নারী! তোমাকে যা বলা হয়নি (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ৩১১ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৩৮৮
প্রকাশনী : পড় প্রকাশ
বিষয় : ইসলামে নারী , বইমেলা ২০২০
নারী সবযুগে সবখানে আলোচনার মুখ্য বিষয়। আধুনিক যুগের নানা মতের মুণি-ঋষিরাও ব্যতিব্যস্ত নারীকে নিয়ে। তারা গায় নারী সমতা ও স্বাধীনতার গান; তোলে উন্নতি ও অগ্রগতির স্লোগান। বলে, আমরা নারীর উদ্ধারকর্তা; শান্তির দূত। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে সূর্যকে, কী দেখে যাও তুমি তোমার উদয়-অস্তে? বলবে, আমি অসহ্য যন্ত্রণায় দেখি, নারীর হয়রানি ও নারী নির্যাতনের করুণ দৃশ্য। বলবে, আমি নীরব চোখে দেখি, নারীকে শ্রদ্ধার হিংহাসন থেকে নামিয়ে বানানো হচ্ছে পণ্য। ‘নারীখাদকের’ ভয়াল থাবায় নারী আজ বিপন্ন। বইটি নারীবিষয়ক ইসলামি বিধানাবলির যৌক্তিক, দার্শনিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং আধুনিক মতবাদের বিশ্লেষণ।
'নারী!তোমাকে যা বলা হয়নি'।।। ।।। বাংলাদেশে বর্তমানে গ্রামে-গঞ্জে পর্যন্ত 'সমতার' বাতাস বইতে শুরু করেছে।সেই বাতাসের তোড়ে নারীদের বুকের উড়না সরে যাচ্ছে,বসন সংক্ষিপ্ত হচ্ছে।সমতা নামের তথাকথিত মর্ডানিজমের চর্চা করতে গিয়ে ঘরের অলংকাররা বাইরে বেরিয়ে অধিকার (!) আদায়ে ধাবমান হচ্ছে।বাড়ছে ধর্ষন,যৌন হয়রানী।অবশ্যই এই দোষ কুলাঙ্গার পুরুষের,যতই স্বল্প বসনা কিংবা উত্তেজক চলাচল হোক,তারা কেন নিজেদের কন্ট্রোল করতে পারবে না?পশ্চিমা নারীরা তো শরীরে সবমিলিয়ে ১০ ইঞ্চি কাপড়ও রাখে না।কই?ওদের দেশে তো কিছু হয় না,নারীরা স্বাধীনতার সাথে নিরাপদে চলে! উফ!পর্দা করা কত্ত হ্যাপার ব্যাপার স্যাপার। শুধু ইসলামেই নারীদের নিয়ে কড়াকড়ি।কোনো প্রকার স্বাধীনতা নেই।অন্যান্য ধর্মে নারীরা কত্ত স্বাধীন,কতটা গুরুত্ব দেয়া হয়! পড়ে দেখতে পারেন বইটি। জানতে পারবেন বর্তমান নারীদের অবস্থান * অন্যান্য ধর্ম এবং সভ্যতায় নারীদের অবস্থান। * পশ্চিমা বিশ্বে নারীদের অবস্থা।পরিসংখ্যান এবং বাস্তবতা যা বলে। * নারী ও নাস্তিক্যবাদ নারীবাদ,পুঁজিবাদ,যৌন হয়রানি * সুন্দরী প্রতিযোগিতার ইতিহাস * ইসলামে নারীর মর্যাদা * অমুসলিম গবেষকরা যা বলে * ইহুদী ও খ্রিষ্টধর্মে পর্দা কেমন * অমুসলিম নারীর চোখে ইসলামে পর্দা এরকম বিভিন্ন টপিকের উপর সাজানো হয়েছে বইটি।এই ঘরানার অন্যান্য বইয়ের মতো তথ্যের অতিরঞ্জন নেই।সবসময় প্রাথমিক পর্যায়ের তথ্যে নির্ভর করেছেন লেখক।ফলে যেকোনো ক্ষেত্রে রেফারেন্স হিসেবে নির্দ্ধিধায় ব্যবহার করা যাবে। সহজ এবং প্রাঞ্জল ভাষায় লেখা।মোটামুটি ইনফরমেটিভ একটি বই
'নারী!তোমাকে যা বলা হয়নি' "বইটি"যে ধারনা দিবে আপনাকে। শহর তো বটেই, বাংলাদেশে বর্তমানে গ্রামে-গঞ্জে পর্যন্ত 'সমতার' বাতাস বইতে শুরু করেছে।সেই বাতাসের তোড়ে নারীদের বুকের উড়না সরে যাচ্ছে,বসন সংক্ষিপ্ত হচ্ছে।সমতা নামের তথাকথিত মর্ডানিজমের চর্চা করতে গিয়ে ঘরের অলংকাররা বাইরে বেরিয়ে অধিকার (!) আদায়ে ধাবমান হচ্ছে।বাড়ছে ধর্ষন,যৌন হয়রানী।অবশ্যই এই দোষ কুলাঙ্গার পুরুষের,যতই স্বল্প বসনা কিংবা উত্তেজক চলাচল হোক,তারা কেন নিজেদের কন্ট্রোল করতে পারবে না?পশ্চিমা নারীরা তো শরীরে সবমিলিয়ে ১০ ইঞ্চি কাপড়ও রাখে না।কই?ওদের দেশে তো কিছু হয় না,নারীরা স্বাধীনতার সাথে নিরাপদে চলে! *আসলেই কি তাই? উফ!পর্দা করা কত্ত হ্যাপার ব্যাপার স্যাপার। শুধু ইসলামেই নারীদের নিয়ে কড়াকড়ি।কোনো প্রকার স্বাধীনতা নেই।অন্যান্য ধর্মে নারীরা কত্ত স্বাধীন,কতটা গুরুত্ব দেয়া হয়! *আসলেই কি তাই? নারীবাদ,নারীবাদ,নারীবাদ! প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পড়ে দেখতে পারেন বইটি। ★অন্যান্য ধর্ম এবং সভ্যতায় নারীদের অবস্থান। ★পশ্চিমা বিশ্বে নারীদের অবস্থা।পরিসংখ্যান এবং বাস্তবতা যা বলে। ★নারী ও নাস্তিক্যবাদ নারীবাদ,পুঁজিবাদ,যৌন হয়রানি ★সুন্দরী প্রতিযোগিতার ইতিহাস ★ইসলামে নারীর মর্যাদা ★অমুসলিম গবেষকরা যা বলে ★ইহুদী ও খ্রিষ্টধর্মে পর্দা কেমন ★অমুসলিম নারীর চোখে ইসলামে পর্দা এরকম বিভিন্ন টপিকের উপর সাজানো হয়েছে বইটি।এই ঘরানার অন্যান্য বইয়ের মতো তথ্যের অতিরঞ্জন নেই।সবসময় প্রাথমিক পর্যায়ের তথ্যে নির্ভর করেছেন লেখক।