একটি শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে। শৈশব পার হয়ে কৈশোরে পৌঁছে। তার শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। কৈশোর উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ নারী হয়ে ওঠার পথে একজন কিশোরীকে যেতে হয় এক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিশোরীদের মনোদৈহিক পরিবর্তনের এক সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রয়াস এ বইটি। কিশোর-কিশোরী ও মা-বাবাদের জন্য তাই বইটি খুলে দেবে এক নতুন দুয়ার।
দেবাশীষ দেব
দেবাশীষ দেব।। শিশুসাহিত্যে পথচলা শুরু করেন গত শতকের আশির দশকে। চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দিয়ে শুরু হয়। পরবর্তীতে স্থানীয় ও দেশের বিভিন্ন পত্রিকা ও সংকলনে লেখালেখি বিস্তৃতি পায়। গল্প, কবিতা, ছড়া, অনুবাদ, বিজ্ঞান, উপন্যাস, প্রবন্ধ বিষয়ে তার দশটির বেশি বই রয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা অন্তত পাঁচটি বই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম চাদপুরে ১৯৬৬ সালের ২৮শে নভেম্বর তার জন্ম। পড়াশােনা করেছেন গণিত ও আইন শাস্ত্রে।