নারী ঘরের রানী - মাওলানা জুলফিকার আহমাদ নকশাবন্দি | বইবাজার.কম

Overall Ratings (2)

Md.Al-Imran Hemel
16/04/2020

নারী ঘরের রানী বইটি খুবই সুন্দর একটা বই। লেখক তার লেখনী দিয়েই বুঝতে চেয়েছেন যে সাংসারিক জীবন কেমন হবে এবং হওয়া উচিত অসাধারণ একটা বই।


Sohag
05/04/2020

বইঃনারী ঘরের রানী নারী মানেই হলো অপূর্ব সুন্দরী রমণী, পর্দার আরালেতে থাকে সাবধানে নারী। নারী মানেই দক্ষ হাতে ঘরের মহারানী, রান্না করে যে নারী চুলও বাধে সে নারী। চুল বাধে,পর্দা করে আর রান্না করে নারী, তাই বলে ভেবো না নারীরা ভিতুর রানী। পর্দা,রান্না,চুল সবই যেমন সামলায় নারী, তেমন অন্যায়ে লড়তেও যে জানে নারী। পর্দাশীল,শান্ত,কাজ পটু নারীই প্রতিবাদী, নারী গুনি আবার নারীই সুন্দরী রূপবতী। মুখে বা কাজে,আমি নারী লড়তে জানি, ভাবছ কি শুধু কেবল আমি একাই পারি? সাহস নিয়ে বলি,আমি নারী,আমি পারি, সাহস যখন মনে,থাকবে না থেমে নারী। সাহস জাগিয়ে চললে সুখে থাকবে নারী, নারী সব পারে,পারি আমি পারবে তুমি। মুখে বলতে জানি,কাজে লড়তেও জানি, সাবধান সমাজ,আমরা নারী সবই পারি!


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com