“যন্ত্রণা থেকে যদি ভালো কিছু উঠে আসে, তাহলে তো যন্ত্রণাই শ্রেয়। জীবনের অলিগলি থেকে ভালোবেসে কিংবা ভালো না বেসে সুখে অথবা অসুখে যে যন্ত্রণা আমি পেয়েছি, সে যন্ত্রণা থেকে সৃষ্টি হয়েছে এই কবিতাগুচ্ছের। এ শুধু কবিতা নয়, এ আমার অনুভ‚তি, এ আমার আরেক পরিচয়। যেন বকুল অথবা শিউলির মতো শুভ্র পবিত্র কিছু ফুল। হাতে নিলেই গন্ধ শুঁকে নিতে ইচ্ছে করে। যন্ত্রণা থেকে জন্ম নিয়েছে বলে আমি ভালোবেসে এই সৌন্দর্যের নাম দিয়েছি ‘নরকের ফুল’।