বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একেবারে সামনের সারির বিষয় ন্যানাে টেকনােলজি। মাটি থেকে শুরু করে মহাকাশে ন্যানাে টেকনােলজি তার অনন্য ছাপ রাখছে। পাল্টে যাচ্ছে যন্ত্র সম্পর্কে আমাদের ধারণা, বদলে যাচ্ছে অতি ক্ষুদ্র জগৎ সম্পর্কে আমাদের বােঝাবুঝি। অনেকের মনে হবে এ যেন জাদু, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কোনও জাদু নেই, আছে। সুশৃঙ্খল যুক্তি ও ভাবনার প্রয়ােগ। ন্যানাে টেকনােলজির ক্ষেত্রে সেই প্রয়ােগকে বােঝার চেষ্টা করা হয়েছে এই বইতে। কীভাবে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফিনম্যানের একটা বক্তৃতা জন্ম দিল জ্ঞানচর্চার-এক নতুন শাখার, কীভাবে ধীরে। ধীরে তা শাখা প্রশাখা ছড়াল—তা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সৌমেন সাহা
সৌমেন সাহা, জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে। খুলনা সেন্ট-জোসেফস্ উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পিসি কলেজ, বাগেরহাট হতে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটিং হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এসসি ডিগ্রি অর্জন করেন। জনপ্রিয় বিজ্ঞান-লেখক হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক বিজ্ঞান পত্র-পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০-এর অধিক। তিনি খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক এবং একাধিকবার বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনের জন্য জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থা ঢাকায় কর্মরত আছেন। নিত্যদিনের জীবিকার গ্রাসাচ্ছাদনের বাইরে তার পুরােটা সময়ই লেখালেখি এবং প্রধানত বিজ্ঞানবিষয়ক লেখালেখিতে নিবেদিত। তার একমাত্র শখ বিজ্ঞান, গণিত, ইতিহাস বিষয়ক বই পড়াশােনা করা ও গবেষণা করা।