নাটক-সিনেমা, গল্প-উপন্যাস আর পত্রিকা-ম্যাগাজিনে একগাদা হিজিবিজি প্রেমকাহিনী আর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক টোপ কাছে আসার সাহসী গল্প, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবলটাইপের মুখরোচক স্লোগানে প্রভাবিত হয়ে, আমার একটা গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড থাকতেই হবে এমন একটা মানসিকতা নিয়ে বেড়ে উঠছে আমাদের প্রজন্মের বড়ো একটা অংশ! যাদের অনেকের কাছে হয়তো এই বার্তাটাই পৌঁছায়নি যে, বিয়ে বহির্ভূত প্রেম-ভালোবাসা বা ঘনিষ্ঠ সম্পর্ক আদৌ নৈতিক কিনা? কিংবা তাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার কাছেই বা কতটুকু গ্রহণযোগ্য? ফিতনার ছোবলে জর্জরিত তরুণ সমাজের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার ছোট্ট একটি প্রয়াস এবং সেই সাথে যারা অসুন্দর হওয়ার কারণে নিজেদেরকে নিয়ে হীনমন্যতায় ভোগেন তাদের জন্য কিছু প্রেরণা ও বিধবা-ডিভোর্সি বোনদের ব্যাপারে আমাদের সমাজের গৎবাঁধা ভ্রু কুঁচকানো দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি প্রচেষ্টা মাত্র।