এই বইটি নামাজবিষয়ক হলেও নামাজ শিক্ষার গতানুগতিক কোনো আলোচনা এতে নেই। কারণ, বইটি নামাজের নিয়মকানুন শেখানোর উদ্দেশ্যে লেখা হয়নি; লেখা হয়েছে নামাজের প্রকৃত পরিচয় তুলে ধরার জন্য। আমরা যেমন নামাজ পড়ি, আর আমাদের প্রভু যেমন নামাজ প্রত্যাশা করেন আমাদের থেকে—এসব নিয়েই মূলত এ বইয়ের আলোচনা। বইটির লেখক ড. রাগিব সারজানি। তিনি তার অনবদ্য রচনাশৈলী ও জাদুময়ী উপস্থাপনার মাধ্যমে বইয়ের প্রতিটি বিষয়কে পাঠকের সামনে প্রাণবন্ত করে তুলে ধরেছেন।
লেখক এত চমৎকার সব বিষয় এতে তুলে ধরেছেন, যা আমাদের সামনে চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। লেখক বইটির এক অধ্যায়ে তুলে ধরেছেন মহান আল্লাহর বড়ত্ব ও মহত্ত্বের কথা। বলেছেন মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টির কথা। উপস্থাপন করেছেন অবাক করা বহু তথ্য ও তত্ত্ব। আরেক অধ্যায়ে আলোচনা করেছেন নামাজে একাগ্রতা অর্জনের স্তর ও পদ্ধতির কথা। এভাবে চমৎকার ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে লেখক বইটির সবগুলো অধ্যায় এমনভাবে সাজিয়েছেন, যা পড়ে যেকোনো মুসলিমের হৃদয় ব্যাকুল হয়ে উঠবে। নামাজ তো অনেক পড়েছি জীবনে, এভাবে তো কখনো ভেবে দেখিনি! স্রষ্টার সামনে এমন বিনয় ও একাগ্রতার উপলব্ধি নিয়ে তো নামাজে দাঁড়াইনি কখনো! কিন্তু আমার প্রভু তো এমন নামাজই চান আমাদের কাছে! নামাজের প্রতিদান ও পুরস্কারের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা অর্জনের জন্য এভাবেই তো নামাজ পড়তে হবে আমাদের!
ড. রাগিব সারজানি
Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে | শিক্ষা তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। কর্মক্ষেত্র অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়,সদস্য : ইন্টারন্যাশনাল মুসলিম উলামা পরিষদ,সদস্য : মানবাধিকার শরীয়া বোর্ড, মিশর,সদস্য : আমেরিকান ট্রাস্ট সোসাইটি ,প্রধান : ইতিহাস বিভাগ, ইদারাতুল মারকাযিল হাজারা, মিশর রচনাবলি ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য— কিসসাতুত তাতার (তাতারীদের ইতিহাস),কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস),কিসসাতু তিউনুস (তিউনেসিয়ার ইতিহাস) আর রহমা ফি হায়াতির রসূল মা'আন নাবনী খায়রা উন্মাতিন প্রভৃতি।