নামায-বিশ্বকোষ।
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলাে
নামাজ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদী পাঁচ রুকনের মধ্যে
নামাযকে দ্বিতীয় রুকন সাব্যস্ত করেছেন। একজন
মুসলমান-নারী হােক বা পুরুষ, নামাযের পরিপূর্ণ
ফযীলত ও বরকত লাভ তখনই করতে পারবে,
| যখন নামাযের প্রয়ােজনীয় মাসাইল ও আহকাম
সম্পর্কে পূর্ণ অবগত হবে। ফুকাহায়ে কেরাম
নামাযের ফিকহী মাসায়েল গবেষণার ক্ষেত্রে অত্যন্ত
কঠোর পরিশ্রম করেছেন। ফলে দীন ইসলামের
এমন কোনাে বিষয় বাকী নেই, যার শরয়ী সমাধান
আমাদের আকাবির, আসলাফ ও ফুকাহায়ে কেরাম
করে যাননি।
আপনার হাতে “নামায-বিশ্বকোষ” কিতাবটি
আমাদের জামিয়ার উস্তাদ সম্মানিত মুফতী মুহাম্মদ
ইনআমুল হক কাসেমী সাহেবের সদ্য সংকলিত
নামাযের মাসায়েল সম্পর্কিত একটি অসাধারণ
কিতাব। মাশাআল্লাহ অনেক মেহনত ও পরিশ্রমের
মাধ্যমে অত্যন্ত সুন্দর আঙ্গিকে তিনি কিতাবটি
সংকলন করেছেন। ইতােপূর্বেও তিনি রােযা,
যাকাত ও কুরবানীর মাসাইল বিষয়ক কিতাব রচনা
করেছেন। কিতাবগুলাে উলামায়ে কেরাম,
ছাত্রসমাজ এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক
গ্রহণযােগ্যতা অর্জন করেছে।
আল্লাহ তা'আলা তার এই প্রচেষ্টাকে কবুলিয়াতের
শানে ভূষিত করুন এবং আমাদের সকলের জন্য
নাজাতের উসিলা করুন। আমীন।
মুফতি মুহাম্মদ ইনআমুল হক কাসেমী
Title :
নামায বিশ্বকোষ (২টি ভলিয়ম সেট ) (হার্ডকভার)