নাম শোনামাত্রই চিনবেন, এতটা খ্যাতিমান ব্যক্তিত্ব নাবিল হোসেন হয়ে ওঠেননি এখনো পর্যন্ত। শত-সহস্র বাঙালি প্রকৌশলীদের মধ্যে তিনিও একজনমাত্র, বয়স ৪০-এর নিচে।
এরকম মানুষের চিন্তাগ্রাফি পড়ার দায় কতটুকু আপনার? ধরা যাক, নাবিল হোসেনের পরিবর্তে বইটা ক্রিকেটার নাসির হোসেনের চিন্তাগ্রাফি, তখন হয়তো আগ্রহ একটু হলেও তৈরি হতো। নাবিল আর নাসির গঠনগত দিক থেকে একইরকম দুটো নাম, পঠন চাহিদায় তবে কেন এত পার্থক্য! অমোঘ এ প্রশ্নের মোক্ষম উত্তর অন্বেষণ এবং অনুধাবনের তাগিদ বোধ করলে বইটি আপনাকে কিছু বলতে চায়। শুনবেন কি না আপনার অভিরুচি। তবে একটা দেহ, বিশাল পৃথিবী, তার চেয়েও বৃহৎ মার্কেট, বিপরীতে সীমিত পরিমাণের সময়— এই অমীমাংসিত সমীকরণে আপনার অভিরুচি আদৌ কি স্বাধীন?