বিশ্ব রাজনীতির হাওয়া নিজের পালে নিতে এক চাকচিক্যময় অস্ত্রের নাম মানবাধিকার; কিন্তু এই মানবাধিকারের সমস্ত বয়ান যেন এক জায়গায় এসে থমকে দাঁড়ায়। তা হলো- মুসলিম মানবাধিকারের প্রশ্ন। মুসলিমদের যেন মানবাধিকার থাকতে নেই। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমদের ওপর যে ধারবাহিক নির্যাতন চলছে, তারই একটি অংশ হিসেবে মায়ানমারের রোহিঙ্গাদের ওপর চলেছে অকথ্য নির্যাতন। হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের পর দেশছাড়াও করেছে তাদের। প্রিয় মাতৃভূমি হারিয়ে তারা এখন শরণার্থী; অন্যের আশ্রয়ের করুণাপ্রার্থী। মায়নমারের সামরিক জান্তাদের দাবি- রোহিঙ্গারা রাখাইনের নাগরিক নয়; তাহলে তারা কে? কোথা থেকে তারা এলো সেখানে? কী তাদের ইতিহাস? মায়ানমারে তাদের অবদানই-বা কী? এই সমস্ত প্রশ্নের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে এই বইতে। ‘নাফ নদীর ওপারে’ বইটি সাজানো হয়েছে প্রায় তিনশত রেফারেন্সের সমন্বয়ে। এতে স্থান পেয়েছে রোহিঙ্গা জাতির শুরু থেকে অদ্যাবধি উল্লেখ্যযোগ্য সব ঘটনাপ্রবাহ। এই বইটিকে বলা যেতে পারে রোহিঙ্গাদের একটি এনসাইক্লোপিডিয়া।