ন হন্যতে মৈত্রেয়ী দেবী লিখিত ১৯৭৪ সালে প্রকাশিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস। এটির জন্য লেখিকা ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
রোমানিয়ার মির্চা এলিয়াদ এবং কলকাতার মৈত্রেয়ী দেবীর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে রচিত হয়েছে 'ন হন্যতে' ও 'লা নুই বেঙ্গলী’ বই দুটি।
১৯২৯-১৯৩০ সালে দুজন প্রেম করেছেন, বিয়ে করতে চেয়েছেন কিন্তু তাঁরা একে অপরকে আপন করে নিতে পারেননি মৈত্রেয়ী দেবীর পিতার জন্য। তিনি মেনে নিতে পারেননি তাঁদের এই সম্পর্ক। সেই ঘটনা নিয়ে প্রথমে লিখেন মির্চা এলিয়াদ 'লা নুই বেঙ্গলী'। সেই আত্মজৈবনিক উপন্যাস রোমানিয়াতে বিপুল জনপ্রিয়তা পায়।
কিন্তু মৈত্রেয়ী এই বইটির ব্যাপারে জানতে পারলেন অনেক পরে । তিনি তখন তার প্রতিবাদে লিখলেন 'ন হন্যতে'। যাকে অবশ্য কাউন্টার উপন্যাসই বলা যায়। মির্চার উপন্যাস যদি হয় প্রতিক্রিয়া তবে মৈত্রেয়ী তার জবাব দিয়েছেন। তাঁর মতো করেই তাঁদের প্রেমের কথা লিখেছেন।
'ন হন্যতে'— মানে যার বিনাশ নেই। মৈত্রেয়ী দেবী সে কথাই তাঁর লেখাতে ফুটিয়ে তুলেছেন যে তাঁদের প্রেম ছিল দেহের নয়—মনের । আর মনের প্রেমের কখনও বিনাশ হয় না।